রবিবার, ১৮ মে ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন

চুনারুঘাটের সহিদ সহ ৪ মাদক ব্যবসায়ী গাজীপুরে গ্রেফতার

চুনারুঘাটের সহিদ সহ ৪ মাদক ব্যবসায়ী গাজীপুরে গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুর মহানগরীর পোড়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫৮ কেজি গাঁজা উদ্ধারসহ ৪ জন কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। জব্দৃকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৭০ হাজার টাকা। গ্রেফতারকৃতরা হলেন, বানিয়াচং থানার মো. আ: রউফের ছেলে মো. মিঠু (২০), চুনারুঘাট থানার বনগাঁও গ্রামের মো. জলফু মিয়ার ছেলে মো. সহিদ (১৯), বরিশাল জেলার গৌরনদী থানার সাউদারখাল গ্রামের মো. কালাম ব্যাপারীর ছেলে গাড়ি চালক মো. কাওসার ব্যাপারী (২৭), ঝালকাঠি জেলার নলছিঠি থানার ছইলাবুনিয়া গ্রামের মো. শাহ আলমের ছেলে গাড়ির হেলপার মো. ইব্রাহিম (৩৫)। গতকাল সোমবার (১৪ অক্টোবর) সকালে র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। র‌্যাবের ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, রোববার (১৩ অক্টোবর) দুপুরে র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপনসূত্রে জানতে পারে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা হয়ে মাদক বহনকারী একটি কাভার্ড ভ্যান মাস্টারবাড়ি এলাকার দিকে রওনা দিয়েছে। পরে পোড়াবাড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে বিকেল পৌনে ৪ টার দিকে মাদকবহনকারী কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। এ সময়ে ৫৮ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com