স্টাফ রিপোর্টার ॥ বিএনপি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির মাঠ পর্যায়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনভর গুলশান বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হয়ে দীর্ঘ বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। আলোচক ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাঈল জবিউল্লাহ। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম খান, বিএনপির মিডিয়া সেলের আহবায়ক অধ্যাপক ডা: মওদুদ হোসেন আলমগীর পাভেল। সিলেট বিভাগ থেকে অংশ গ্রহন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
Leave a Reply