স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের শ্রীমঙ্গলকান্দি গ্রামে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে মহিলা ও শিশুসহ ২৫ জন আহত হয়েছে। টেটাবিদ্ধ দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের হান্নান মিয়া ও সফিকুলের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে আব্দুল হান্নান ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সফিকুলের বাড়িঘরে হামলা চালায়। এতে দু’পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষ সৃষ্টি হয়। পরে মুরুব্বিদের উপ¯ি’তিতে পরিস্থিতি শান্ত হয়। গুরুতর আহত অবস্থায় সফিকুল, হৃদয়, তাজুল ইসলাম, মদন মিয়া, কাউছার মিয়া, আক্তার মিয়া, সাগর মিয়া, আসাদ মিয়া, কবির মিয়া, দয়াল মিয়া, মনা মিয়া, শাহানাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া টেটাবিদ্ধ এরশাদ আলী ও শহীদুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর আগে কাজল মিয়াকে পিটিয়ে আহত করেছে হান্নান মিয়া ও তার লোকজন। এরই জের ধরে সন্ধ্যায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
Leave a Reply