স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের মানিকা সিনেমাহলের নিকট সিএনজি অটোরিক্সা ও বালু বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে শায়েস্তাগঞ্জ ইসলামি ব্যাংকের অফিসার সহ ৫ জন আহত হয়েছে। এ সময় যাত্রীদের মোবাইল ও টাকা নিয়ে যায় একদল দুর্বৃত্ত। গতকাল সোমবার রাত ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ স্টেশনগামী যাত্রীবাহী সিএনজি ওই স্থানে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিক্সাটি ধুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় আহত ইসলামি ব্যাংকের অফিসার অভিজিৎ রায়, সিএনজি চালক আব্দুল কদ্দুস ও মহিলাসহ ৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। আশংকাজনক অবস্থায় অভিজিৎ রায়কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পর পর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহন গুলোকে থানায় নিয়ে যায়। তবে ট্রাক চালক পলাতক রয়েছে।
Leave a Reply