স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যশেরআব্দা যুব উন্নয়ন কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে ডক্টরেট ডিগ্রি অর্জন করায় রোটারিয়ান মোহাম্মদ নোমান মিয়াকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। গত শনিবার সন্ধ্যায় আয়োজিত গণসংবর্ধনা রোটারিয়ান মোহাম্মদ নোমান মিয়া এলাকার উন্নয়নের স্বার্থে তিনি নিজেকে বিলিয়ে দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ব্যবসায়ী মোঃ আব্দুর রউফের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কমিটির সাধারণস সম্পাদক মোঃ ইমরান মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এডভোকেট প্রজিত চন্দ, মোঃ মতিউর রহমান মকসুদ, মোঃ লেচু মিয়া, মোঃ মহী উদ্দিন হারুন, মাওলানা কাজী এমএ জলিল, আব্দুল আজিজ, হাফেজ মাওলানা আশরাফ উদ্দিন জুবায়ের, আইয়ূব আলী, ওসমান মিয়া, মাওলানা রুমান আহমেদ, মোঃ নাসির উদ্দিন, মোঃ জলিল মিয়া, কবির মিয়া, মাধু সরকার, গৌতম বণিক, গোপাল সরকার, রাজু চন্দ, সবিয়ন পাল, লিটন দাস, ঝন্টু সরকার, নিতু সরকার, রন্টু চন্দ, পিতাম্বর দাস, অনুরুদ্ধ বণিক। এছাড়াও এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে সভার সমাপ্তি ঘোষণা করেন যুব উন্নয়ন কমিটির সভাপতি আহসান উদ্দিন রুবেল।
উল্লেখ্য, রোটারিয়ান মোহাম্মদ নোমান মিয়া ওয়াশিংটন ডিজিটাল ইনিভার্সিটি ইউএসএ থেকে ব্যাংকিং এন্ড ফিনান্স ম্যানেজমেন্ট বিষয়ের উপর সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি ইতিপূর্বে ব্যাংকিং ডিপ্লোমা, এলএলবি ডিগ্রি ও ব্যবস্থাপনা বিষয়ে স্নাকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দক্ষতার সহিত বীমা পেশায় সাড়ে সাত বৎসর এবং ব্যাংকিং পেশায় উনিশ বৎসর যাবৎ দায়িত্ব পালন করে আসছেন। ব্যাকিং চাকুরী জীবনে চৌদ্দ বৎসর যাবৎ ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সুনাম ও সততার সহিত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে থাকেন।
Leave a Reply