চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজে গতকাল বুধবার বিকাল ৩টায় অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদের সভাপতিত্বে আইন শৃঙ্খলা, ইভটিজিং, মাদক ও অসামাজিক কার্যকলাপ সম্পর্কে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানা নবাগত অফিসার ইনচার্জ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান, চুনারুঘাট থানার সেকেন্ড অফিসার ওয়াসিমুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অফিসার ইনচার্জ নজরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, চুনারুঘাট থানায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ অঙ্গীকারবদ্ধ। এছাড়া ইভটিজিং, মাদক ও অসামাজিক কার্যকলাপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও যেকোনো প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেওয়ার অনুরোধ করেন নবাগত ওসি।
Leave a Reply