রবিবার, ১৮ মে ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন

আতাউর রহমান সেলিমকে প্রধান আসামি করে আরও একটি মামলা

আতাউর রহমান সেলিমকে প্রধান আসামি করে আরও একটি মামলা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের ঘটনায় আতাউর রহমান সেলিম কে প্রধান আসামি করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।  শহরের গোসাইপুর এলাকার ছাত্রদল কর্মী মো. রহিম মিয়া বাদী হয়ে আতাউর রহমান সেলিম, আফজাল আলী, আবুল কালাম, আজিজুর রহমান খান সজল, মুহিবুর রহমান মাহি, হাসান চৌধুরী হিমশিম,  তাজ উদ্দিন,  ফারুক হোসেন বেলু, কুতুবউদ্দিন ও আব্দুল আওয়াল তালুকদারসহ এজাহারে ৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০/২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
গত ৫ নভেম্বর সদর থানার ওসি আলমগীর কবির মামলা রুজু করে আদালতে প্রেরণ করেন।
মামলায় বলা হয়, গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের সময় আওয়ামী লীগের নেতারা বাদী ও সাক্ষীদের ওপর গুলি ও হামলা করে। এতে বাদীর চোখ নষ্ট হয়ে যায়।
ওসি জানান, যেহেতু মামলা দায়ের হয়েছে, সেহেতু আসামি ধরতে অভিযান চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com