আকিকুর রহমান রুমন ॥ বানিয়াচং উপজেলার এক ইউনিয়ন থেকে ৩ দিনে ৩টি ঝুলন্ত লাশ উদ্ধার করার খবর পাওয়া গেছে। পুলিশ উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন থেকে ২ জন নারী ও ১ জন যুবকসহ ৩টি ঝুলন্ত লাশ উদ্ধার করে। জানা যায়, গত ৫ নভেম্বর (মঙ্গলবার) রায়েরপাড়া (সাজি বাড়ির) রূপেন রায়ের বাড়ি থেকে তার স্ত্রী (২৩) এর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়।
এলাকাবাসী জানায়, রূপন রায় গ্যানিংগঞ্জ বাজারে (নতুন বাজার) একটি ফার্মেসীতে সহকারী হিসাবে কর্মরত রয়েছেন। তিনি সিলেটে বিয়ে করেছেন বলেও জানান তারা। তাদের দাম্পত্য জীবনে ৪ বছর বয়সী একটি পুত্র সন্তানও রয়েছে। তবে কি কারণে তার স্ত্রী আত্মহত্যা করেছেন এর কারণ জানাতে পারেননি রূপন রায়ের পরিবারের লোকজন।
এদিকে ৬ নভেম্বর (বুধবার) দক্ষিণ যাত্রাপাশা বড়বাড়ির মসজিদ এর পাশের বাঁশ ঝাড়ে গোপাল ঋষি (১৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। গোপাল সেলুনের কাজ করতো এবং তার বাড়ির পাশেই ভাঙারপাড় নামক স্থানে একটি মার্কেটে ব্যবসা করে আসছিলো। সে বট্টুস ঋষির পুত্র। বেশ কিছুদিন ধরে গোপাল অসুস্থ হয়ে পড়েছিল বলে পরিবারের লোকজন জানান। এই দিন সকালে পথচারীগণ তার লাশটি ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ।
গতকাল ৭ নভেম্বর (বৃহস্পতিবার) শরিফখানী পূর্বহাটির উমান প্রবাসী মহিবুর রহমান মিয়ার বাড়ি থেকে তার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। দীর্ঘদিন ধরে তার স্বামী উমানে বসবাস করে আসছেন। তাদের পরিবারে ৩ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
এছাড়াও ২য় তলা বিশিষ্ট বাড়িতে মহিবুর রহমানের স্ত্রী রীমা আক্তার ও তার ৩ বছর বয়সী শিশু কন্যাকে নিয়ে ২য় তলায় বসবাস করতেন। নিচ তলায় ভাড়াটিয়াগণ বসবাস করেন। এদিকে গৃহবধূ রিমার লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রবাসী মহিবুর রহমানের শশুর বাড়ি হলো উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের জাতুকর্ণ পাড়ার যোগী হাটি।
রীমা আক্তারের ঝুলন্ত লাশের খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হুসেন এর নেতৃত্বে এসআই জাহাঙ্গীর মিয়াসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী লাশটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
Leave a Reply