স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের গোয়েন্দা শাখার এসআই মোস্তফা জামানের বদলীর আদেশ হলেও রহস্যজনক কারণে তিনি হবিগঞ্জ ছাড়ছেন না। এতে করে রহস্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর তার বদলির আদেশ হয়। কিন্তু অদ্যাবদি সেই আদেশ অমান্য করে তিনি হবিগঞ্জ কর্মস্থলেই রয়েছেন। তার সাথে একই আদেশে অন্যরস বদলী হয়ে চলে গেলেও তিনি রহস্যজনক কারণে রয়ে গেছেন। জানা যায়, তিনি গত ১৪ সেপ্টেম্বর ২০২০ সাল থেকে অদ্যবধি হবিগঞ্জ ডিএসবি অফিসের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত আছেন।
গত ৫ আগষ্টের আন্দোলনের আগে এ্যাডিশনাল এসপি খলিলুর রহমান, ওসি সদর অজয় চন্দ্র দেবকে সকল তথ্য দিয়ে তিনি সহায়তা করছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি বিএনপি-জামাতের সকল মামলার ডকুমেন্ট নিজে এ্যাডিশনাল এসপি খলিলুর রহমান এবং ওসি অজয় চন্দ্র দেবকে দিতেন।
দেশ ২য় বার স্বাধীন হওয়ার পর যত অনিয়মের সাথে জড়িত পুলিশ ছিলেন তাদেরকে পুলিশ হেডকোয়ার্টার থেকে বিভিন্ন জায়গায় বদলী করা হয়।
গত ২৯/০৯/২০২৪ ইং পুলিশ হেডকোয়ার্টারের স্মারক নং- ৪৪.০১.০০০০.১০৮.১৯.২৫১.২০২৩-৩৩০৯ মূলে হবিগঞ্জে কর্মরত অনেক এসআই কে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তে বদলী করা হয়েছে। তার মধ্যে এসআই (নিঃ) মোস্তফা জামান একজন ডিএসবিতে আছেন। কিন্তু পুলিশ হেডকোয়ার্টার থেকে বার বার ছাড়পত্র গ্রহণ করার তাগিদ আসলেও অদ্যবধি তিনি ছাড়পত্র গ্রহণ করেননি। নিজের ক্ষমতা খাটিয়ে বিগত দিনের মত এখনও তিনি বহাল তবিয়তে কর্মরত আছেন। এমন পরিস্থিতিতে তার ক্ষমতার জোর কোথায় তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Leave a Reply