মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম নাজিমসহ সংশ্লিষ্টরা পরির্দশন করেন। বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি সাইফুল হক মির্জা জানান, উপজেলার ৪১টি স্কুলের ১২৫০জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করেন। এর মধ্যে ৫০জন ট্যালেন্টপুলে এবং ১২৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি পাবে।
Leave a Reply