নিজস্ব প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ পৌরসভাধীন টানবাজার ও চরবাজারে গতকাল রবিবার বিকাল ৪ টায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালায় সহকারী কমিশনার ( (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম। মজুদ ও বিক্রির দায়ে সর্বমোট চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা অর্থদন্ড ও ৫৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত। প্রসঙ্গত টানবাজারের ব্যবসায়ী মোঃ শামছুল ইসলামের মালিকাধীন মেসার্স শামসুল ইসলাম নামক মুদীদোকান থেকে ৩৮ কেজি পলিথিন জব্দ ও নগদ ৫ হাজার টাকা, ভূঁঞা মার্কেটের বিকাশ মোদকের মালিকাধীন মেসার্স বিকাশ মোদক নামক মুদিদোকান থেকে ১৬ কেজি পলিথিন জব্দ ও নগদ ৩ হাজার, চরবাজারের প্রজেশ কুরির মালিকাধীন মুদিদোকান থেকে ৩’শ গ্রাম পলিথিন জব্দ ও নগদ ৫’শ টাকা এ ছাড়া রতন কুরির মালিকাধীন মুদিদোকান থেকে ৭’শ গ্রাম পলিথিন জব্দ ও নগদ ৫’শ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। এ সময় পরিবেশ অধিপ্তরের সহকারী পরিদর্শক ও অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি টিম।
Leave a Reply