রবিবার, ১৮ মে ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন

পরিবেশবাদী তোফাজ্জল সোহেলের ওপর হামলার চেষ্টা ঃ অভিযুক্তদের শাস্তি দাবি

পরিবেশবাদী তোফাজ্জল সোহেলের ওপর হামলার চেষ্টা ঃ অভিযুক্তদের শাস্তি দাবি

স্টাফ রিপোর্টার ॥ পরিবেশবাদী সংগঠন বাপা‘র হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তোফাজ্জল সোহেলের ওপর সন্ত্রাসী হামলা চেষ্টা চালানো হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে হবিগঞ্জ শহরে শ্যামলী আবাসিক এলাকায়। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলকশাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার নেতৃবৃন্দ। হবিগঞ্জ থানা ও বাদি পক্ষ সূত্রে জানা গেছে, সকাল অনুমান ৯টার দিকে বাপা‘র হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে বাসা থেকে বের হন। এ সময় পূর্ব থেকে ওৎপেতে থাকা শহরের গানিংপার্ক এলাকার মৃত সিদ্দিক আলীর ছেলে রিপন (৪০) ও শিপন (৩৮) সহ কয়েকজন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে সোহেলকে ধাওয়া করে। এসময় সোহেলের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধাওয়াকারিদের কবল থেকে তাকে রক্ষা করেন। এর কিছুক্ষণ পর তারা সোহেলের ছোটভাই মোফাজ্জল হোসেনের ওপর হামলা চালানোর চেষ্টা করে। স্থানীয় লোকজন পথচারীরা এগিয়ে এলে এরা পালিয়ে যায়। তারা সোহেল ও তার পরিবারের যেকোন সদস্যদের যেখানে পাবে সেখানেই হত্যা করবে বলে প্রকাশ্যে হুমকী দেয়। জানা গেছে, সোহেলের পিতা আবেদ আলী কয়েক বছর আগে অভিযুক্ত রিপনের ভাই লিটনের স্ত্রীর নিকট কিছু পরিমান জমি বিক্রি করেন। ত্রুটিপূর্ণ কাগজপত্র এনে রিপন ও তার দুই ভাইয়ের নামে রাস্তার জায়গার লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকে আবেদ আলীকে। আবেদ আলী তাদের আবদার না মানায় এ ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলা চেষ্টার ঘটনায় তোফাজ্জল সোহেল বাদি হয়ে হবিগঞ্জ থানায় রিপন, লিটনসহ অঞ্জাতনামা কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সভাপতি ইকরামুল ওয়াদুদ, সহ-সভাপতি তাহমিনা বেগম গিনি, মনসুর উদ্দিন আহমেদ ইকবাল,কোষাধ্যক্ষ হাফিজুর রহমান নিয়ন, সদস্য এডভোকেট রুহুল হাসান শরীফ. শোয়েব চৌধুরী কবি ও নাট্যকার সিদ্দিকী হারুন এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com