বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

চুনারুঘাট ও মাধবপুরে ৩ মাদক কারবারি আটক

চুনারুঘাট ও মাধবপুরে ৩ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার ॥ ইয়াবা ও গাঁজার চালানসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটককৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার জহুর মিয়ার ছেলে কাজল মিয়া (৪৫), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইমরান মিয়ার ছেলে শাহিন মিয়া (২২) ও ফেনীর পশুরাম উপজেলার হাছান আলীর ছেলে ওমর ফারুক (২১)। গতকাল বুধবার (২০ নভেম্বর) ভোরে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটক তিনজনের কাছ থেকে ১ হাজার ৯০০ ইয়াবা ও ১০ কেজি গাঁজা উদ্ধারের কথা জানানো হয়।
পৃথক অভিযানের ব্যাপারে গতকাল বুধবার দুপুরে চুনারুঘাট ও মাধবপুর থানায় আলাদা দুটি মামলা করে তিনজনকে পুলিশে দেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com