হবিগঞ্জ পৌরসভার বহিস্কৃত ০৭ নং ওয়ার্ড দলনেত্রী জোস্না বেগম জোনাকীর বিভিন্ন অপকর্মের কারণে তার পদ হইতে বরখাস্ত করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে বরখাস্তকৃত ৭নং ওয়ার্ড দলনেত্রী জোনাকী আনসার বাহিনীর ও কর্মকর্তা এবং ভাতাভুক্ত সমান্নিত সদ্যসের মানহানি করার জন্য মিথ্যা তথ্য পরিবেশন করে। জাতীয় পত্রিকাসহ একটি স্থানীয় প্রত্রিকায় সংবাদ পরিবেশন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের জানান হবিগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়েল জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা। হবিগঞ্জ সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে কর্মরত ২ কর্মকর্তাসহ ১ ভাতাভুক্ত সদস্যকে জড়িয়ে দায়ের করেছে মিথ্যা মামলা। মূলত ঘটনার সূত্রপাত হয় পূজার ডিউটির লোক বাছাকে কেন্দ্র করে। বিগত শারদীয় দূর্গাপূজায় সদস্য/সদ্যাদের বাছাইকালে জোস্না বেগম জোনাকীর কথামতো তার মনোনীত লোক বাছাই না করায় বহিরাগত লোকদেরকে বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের লোকদেরকে নিয়ে এসে আধিপত্য বিস্তারসহ ভাতাভুক্ত অনান্য সদস্যদের উপর অপমানজনিত কথাবার্তা, বিভিন্ন সদস্যদের কাছ থেকে উৎকোচ গ্রহণ, খারাপ আচরণ, যখন তখন শৃঙ্খলা ভঙ্গ, যে কারো উপর আক্রমন রক্তাক্ত জখমসহ নানাভাবে শান্তি-শৃঙ্খলা ভঙ্গ করায় তার বিরুদ্ধে একাধিক তদন্ত সাপেক্ষ্যে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের উপর্যুক্ত সত্যতা থাকায় উর্দ্ধতন কর্তপক্ষের নির্দেশক্রমে তাকে আনসার বাহিনি কর্তক বহিস্কৃত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার আনসার ও ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সদস্য-সদস্যাবৃন্দ।
Leave a Reply