স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে আওয়ামী লীগ নেতা রাডার দুলালের বিরুদ্ধে যুবদল নেতা আব্দুল আউয়াল ও তার ভাগনা হেলাল মিয়াকে মারধর-দোকানপাট ভাংচুর ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, দীর্ঘদিন যাবত পশ্চিম জয়পুর গ্রামের দুলাল মিয়া ওরফে রাডার দুলালের সাথে জায়গা জমি দখল নিয়ে বিরোধ চলে আসছিলো একই গ্রামের প্রতিবেশী খুর্শেদ আলীর ছেলে হেলাল মিয়ার। এক পর্যায়ে হেলাল মিয়ার পক্ষ নেয় তার মামা আব্দুল আউয়াল। এতে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দুলাল মিয়া ওরফে রাডার দুলাল আব্দুল আউয়ালের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন। গত ২০ নভেম্বর বুধবার দুপুর ২টার দিকে পশ্চিম জয়পুর গ্রামের দুলাল মিয়া ওরফে রাডার দুলালের সাথে তিতারকোণা গ্রামের মৃত ফজর আলীর ছেলে আব্দুল আউয়ালের ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে আব্দুল আউয়াল আত্মরক্ষার স্বার্থে তার ভাগনা হেলাল মিয়া মহালদারের মেসার্স সার বানু ট্রেডার্সে গিয়ে আশ্রয় নেয়। এ সময় দুলাল মিয়া ওরফে রাডার দুলাল ও তার লোকজন হেলাল মিয়ার মালিকানাধীন মেসার্স সার বানু ট্রেডাসে প্রবেশ করে তাদেরকে মারধর, দোকানে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল আউয়াল বাদী হয়ে দুলাল মিয়া ওরফে রাডার দুলালকে প্রধান আসামী করে বাহুবল মডেল থানার মামলা নং-৮/১১ দায়ের করেন। এই মামলা দায়েরর পর ২১ নভেম্বর রাত প্রায় ৮টার দিকে মিরপুর জোড়াব্রীজে দুলাল মিয়া ওরফে রাডার দুলাল ও তার লোকজন বিরুদ্ধে আব্দুল আউয়ালকে হাত-পা কেটে নেয়ার হুমকির অভিযোগ উঠে। এ ঘটনায় আব্দুল আউয়াল বাদী হয়ে বাহুবল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
Leave a Reply