বুধবার, ০৯ Jul ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন

বানিয়াচংয়ে জমকালো আয়োজনে এনএইচ জাহেদ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

বানিয়াচংয়ে জমকালো আয়োজনে এনএইচ জাহেদ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

মখলিছ মিয়া,বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে জমকালো আয়োজনে এন.এইচ.জাহেদ একাডেমির দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) প্রথম দিন শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ঠ সমাজ সেবক ও এনএইচ জাহেদ একাডেমি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ডাঃ সাখাওয়াত হাসান জীবন। গতকাল সোমবার (২৫ নভেম্বর) পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। ব্র্যাকের হবিগঞ্জ জেলা সমন্বয়ক মোঃ আতাউর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক শিক্ষা প্রোগ্রামের কোয়ালিটি ফ্যাসিলেটর রাজন দাশ। অত্র প্রতিষ্ঠানের শিক্ষক বৃষ্ঠি রানী দেব’র সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি তালুকদার, বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ গোলাম রব্বানী, বানিয়াচং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ, মীরমহল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সুরুজ মিয়া, মোঃ ছাদিক মিয়া, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মুতিউর রহমান। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমান খান, সহকারী শিক্ষক রবিন খা, সুদ্বীপ রায়, মেঘনা আক্তার, ইফতেখার শোভন, আক্তার মিয়া, মনিরা আক্তার, খাদিজা আক্তার। দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ইভেন্ট ছিল ২১টি। প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন। শেষে এন.এইচ.জাহেদ একাডেমির ছাত্রছাত্রীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহবুবুর রহমান বলেন, অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের পড়া লেখার পরিবেশ সর্বোপরি প্রতিটি ইভেন্টে ছাত্রছাত্রীদের অংশ গ্রহন ছিল চোখে পড়ার মত, এ প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com