স্টাফ রিপোর্টার ॥ আদালতে ১০৭ ধারা মামলা ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েও শেষ রক্ষা হল না নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামের উসমান গনি ও আম্বর আলী পরিবারের। গত মঙ্গবার দিবাগত রাতে মৃত আজির উদ্দিনের পুত্র কামাল মিয়া গংরা আম্বর আলীর বাড়িতে অগ্নিসংযোগ করে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও অনেক ক্ষতি সাধন হয়। এর আগে তুচ্ছ বিষয় নিয়ে গত ২০ অক্টোবর কামাল মিয়াগং উসমান গনির উপর হামলা করে। উসমান গনিকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ২৯ অক্টোবর কামাল মিয়া, কাজল মিয়া গংদের উপর আদালতে মামলা দায়ের করা হয়। গত ১৫ নভেম্বর মামলার অন্যতম আসামি কাজল মিয়া কে ২৩৫০ পিস ইয়াবা সহ জকিগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে। এরপর থেকে কাজল মিয়াকে মিথ্যা মামলায় ফাসিয়েছে উসমান গনির লোকজন এমন অভিযোগ এনে আওয়ামী লীগ নেতা আরজত আলী, ফরহাদ, মজলু, মুশাররফ, রুমন সিদ্দিক, জাহাঙ্গীর, উজ্জ্বল সহ কামালের পরিবারের লোকজন ১৯ নভেম্বর ঢাকা-সিলেট মহাসড়ক এর পানিউমদা বাজারে প্রতিবাদ সভা করে মাইকে ঘোষণা দেয় কাজল মিয়ার উপর মামলা প্রত্যাহার না হলে বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিবে তারা। পরে জানমালের নিরাপত্তা চেয়ে ২০ নভেম্বর আদালতে ১০৭ ধারা মামলা ও ২৪ নভেম্বর পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করে উসমান গনির পরিবার। কিন্তু শেষ রক্ষা হয়নি। গত মঙ্গলবার উসমান গনির ভাই আম্বর আলীর বাড়িতে অগ্নিসংযোগ করে। এ বিষয়ে কামাল মিয়া গংদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন আম্বর আলী।
Leave a Reply