বানয়িয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে স্থানীয় পর্যায়ে শিক্ষা বাজেট বিশেষ করে শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার সম্পদ কান্তি দাশ। এতে জেন্ডার বাজেট বিষয়ক বিস্তারিত বক্তব্য রাখেন এসেড হবিগঞ্জ প্রোগ্রাম ম্যানেজার নির্মল কুমার বিশ্বাস। তিনি বলেন, বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে ২০৩০ সালের মধ্যে এসডিজি ৪ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিগত এক দশকে বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে ভর্তিও লিঙ্গসমতা অর্জনে উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে, যা এখন সারা বিশ্বে স্বীকৃত। বক্তাগণ বলেন, ঝড়েপড়া শিশুসহ শিক্ষার বাইরে থাকা সকল শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসতে হলে শিক্ষাখাতে বাজেট বরাদ্ধ বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসেড কর্মকর্তা ফৌজিয়া আক্তার, বানিয়াচং ইমাম সমিতির সভাপতি কাজী মুফতি আতাউর রহমান, বানিয়াচং মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ ও সাংবাদিক শেখ নুরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply