স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামের আরজান মিয়া (২০) নামে এক যুবকের রহস্যময় মৃত্যু হয়েছে। সে বিরাট উজানপাড়া গ্রামের আব্দুল মন্নাফের পুত্র। গতকাল রবিবার সকালে ইমদাজ মিয়ার বাড়ির পাশে আরজান মিয়াকে পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরিবারের অভিযোগ আরজান মিয়াকে ইমদাজ মিয়াগংরা বিষ খাইয়ে হত্যা করেছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
Leave a Reply