যুব ফোরামের প্রত্যেকটি সদস্য তাদের নিজ এলাকার মানুষের কাছে প্রিয় হয়ে উঠছে -ফজলুর রহমান
স্টাফ রিপোর্টার ॥ গতকাল শনিবার স্কাই কিং রেস্টুরেন্ট হল রুম এ বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় সামাজিক উন্নয়ন কাজের যুবদের সম্পৃক্ততা বিষয়ে হবিগঞ্জ জেলায় নাগরিক প্লাটফর্ম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নাগরিক প্লাটফর্ম এর আহবায়ক ও বিশিষ্ট শিক্ষাবিদ জনাব ইকরামুল ওয়াদুদ। নাগরিক প্ল্যাটফর্মের সদস্য সচিব বন্ধু মঙ্গল রায় এর সঞ্চালনায় সভায় বক্তব্য প্রদান করেন বিশিষ্ট শিক্ষাবিদ জাহানা আরা খাতুন। তিনি বলেন, যুবদের সামাজিক উদ্যোগ আমাদের আগামী দেশ গঠনে ভূমিকা রাখবে। যুবরাজ এখন অনেক সমৃদ্ধ এবং সৃজনশীল।তাদের এই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আমরা আধুনিক সমাজ ব্যবস্থা তৈরি করতে উদ্বুদ্ধ করতে পারি। তাহমিনা বেগম গিনি বলেন, বর্তমানে যুবরা অনেক ভালভাল কাজ করছে। তাদেরকে সঠিক দিকনির্দেশনা দিতে পারলে দেশে সফলতা আসবে।
এ্যাডভোকেট সায়লা খাতুন বলেন, আমাদের সমাজে অনেক অসঙ্গতি রয়েছে, এর বিরুদ্ধে যুবদের ই কথা বলতে হবে। সামাজিক কাজে যদি কোন আইনি পরামর্শ দরকার হয় তাহলে আইনজীবী হিসাবে যুবদের পাশে আমি থাকব। দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী বলেন, যুবরা স্থানীয় অসহায় জনগণের সহায়ক হিসাব সামাজিক দায়িত্ব পালন করবে। নাগরিক প্লাটফর্ম তাদের পাশে থাকবে। বাংলাদেশ গড়তে এই যুবরাই ভূমিকা রাখবে। ফজলুর রহমান বলেন, আমরা বর্তমানে দেখছি যুব ফোরামের প্রত্যেকটি সদস্য তাদের নিজ এলাকার মানুষের কাছে প্রিয় হয়ে উঠছে। ইতিমধ্যে তারা তিনদিনের প্রশিক্ষণ শেষ করে বিভিন্ন বিষয় ভিত্তিক অভিজ্ঞতা অর্জন করেছে যা তারা সমাজে মানুষের কল্যাণে চিন্তা শক্তি দিয়ে পরিবর্তন আনতে সক্ষম হবে। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাদল রায় বলেন, হবিগঞ্জ জেলার নয়টি উপজেলার প্রতিটি উপজেলাতেই ৩০ সদস্য বিশিষ্ট যুব ফোরাম রয়েছে। এই যুবক ফোরামের নানা ভালো কাজের উদ্যোগে তাদের পাশে থাকতে চাই। জালাল উদ্দিন রুমি বলেন, যুব ফোরাম এর এই সফলতা এবং প্রতি উপজেলাতে তারা যেভাবে সামাজিক কাজে উদ্বুদ্ধ হচ্ছে তা তারা প্রশংসার দাবিদার। নাগরিক প্লাটফর্মের সদস্যরা যুব ফোরামকে যেভাবে সহযোগিতা করছে তা আমাদের হবিগঞ্জ জেলায় মানুষের মনোসামাজিক পরিবর্তন আনতে সক্ষম হবে। এছাড়া আরো বক্তব্য রাখেন মোহাম্মদ বাহার উদ্দিন, বাবুল মল্লিক, মোহাম্মদ বাহার উদ্দিন, সাজন দেববর্মা, মোঃ সাবিল মিয়া , শামছুন নাহার ও শাহ আলম বুলবুল, মিজানুর রহমান, স্বাধীন মিয়া। সকলের আলোচনার পর সভার সভাপতি একরামুল ওয়াদুদ এর বক্তৃতায় বলেন, আজ আমাদের রাষ্ট্রের মধ্যে নানা রকমের গুজব ছড়াচ্ছে কিছু সংখ্যক লোক। যার উপর ভিত্তি করে এলাকাতে নানা রকমের সাম্প্রদায়িক সহিংসতা দেখা দিচ্ছে। আমাদের নাগরিক ফোরামের উচিত হবে এই আর সাম্প্রদায়িক বাংলাদেশ যুব ফোরাম এবং নাগরিক ফোরাম যেন কোন প্রকার গুজবে কান না দিতে পারে সেদিকে খেয়াল করা এবং তা প্রতিহত করার জন্য বিভিন্ন সামাজিক কাজের উদ্যোগ গ্রহণ করা। সভায় আগামী জানুয়ারি ২০২৫ মাসে হবিগঞ্জ জেলাতে একটি যুব উৎসব আয়োজন এর জন্য উৎসব উদযাপন কমিটি ঘোষণা করেন। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন রূপান্তর আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী কাজী মফিজুর রহমান।
Leave a Reply