আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে নিজের বসতঘরে মাটির নিচে রাখা ১৬০ লিটার চোলাই মদসহ রাহেনা খাতুন (৫৪) নামে সাবেক এক ইউপি সদস্যের স্ত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শনিবার দুপুর ১২টায় উপজেলার জলসুখা ইউনিয়নের মাধবপাশা গ্রামের মীর আলীবাগ থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাহেনা খাতুন একই গ্রামের সাবেক ইউপি সদস্য লুৎফুর রহমানের স্ত্রী ও ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলুর চাচাতো বোন। জানা যায়, মঙ্গলবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রবি উল্যার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল আজমিরীগঞ্জ উপজেলার জলসুখার মাধবপাশার মীর আলীবাগে অভিযান পরিচালনা করেন। এ সময় সাবেক ইউপি সদস্য লুৎফুর রহমানের বসতঘরের মাটির নিচে ৮টি পলিথিন ব্যাগে বিক্রির জন্য রাখা ১৬০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় লুৎফুর রহমানের স্ত্রী রাহেনা খাতুনকে আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রবি উল্ল্যা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত রাহেনা খাতুন ও তার স্বামী লুৎফুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়ে
Leave a Reply