বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

বকেয়া না পাওয়ায় চা শ্রমিকরা কাজে যোগ দেননি ॥ আজ পরিশোধের সম্ভাবনা

বকেয়া না পাওয়ায় চা শ্রমিকরা কাজে যোগ দেননি ॥ আজ পরিশোধের সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি ॥ ছয় সপ্তাহের বেতন-ভাতা না পাওয়ায় হবিগঞ্জ জেলায় রাষ্ট্রীয় মালিকানাধীন ৬টি চা বাগানের প্রায় ৪ হাজার শ্রমিক কাজে যোগ দেননি। দুই সপ্তাহের মজুরি পরিশোধের কথা দিলেও গতকাল শনিবার (৭ ডিসেম্বর) পর্যন্ত টাকা না দেয়ায় শ্রমিকরা কাজে যোগ দেননি। বিকেলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল এ তথ্য জানিয়েছেন। তবে আজ রবিবার বকেয়া পরিশোধের সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান। মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় রাষ্ট্রীয় মালিকানাধীন (এনটিসির) ৬টি চা বাগানে শ্রমিক সংখ্যা প্রায় ৩ হাজার ৮৫০ জন। লোকসানে থাকায় ও ব্যাংক ঋণ না পাওয়ার কারণ দেখিয়ে কর্তৃপক্ষ ১২ সপ্তাহ ধরে এসব শ্রমিকের বেতন বন্ধ রাখে। এর মধ্যে বকেয়া পাওয়ার দাবিতে ৬ সপ্তাহ ধরে কাজ করেননি শ্রমিকরা। জানা গেছে, এনটিসির মালিকানায় মাধবপুরে তেলিপাড়া ও জগদীশপুর চা বাগানে নিয়মিত শ্রমিক সংখ্যা ১ হাজার ৭০০ এবং চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া, পারকুল, নাসিমাবাদ ও সাতছড়ি বাগানে শ্রমিক রয়েছে আরও ২ হাজার ১৫০ জন।
চা উৎপাদনের মৌসুমে শ্রমিক ধর্মঘটে এনটিসির এ ছয়টি বাগানের লোকসান বেড়েছে এবং শ্রমিকরাও বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com