রবিবার, ১৮ মে ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

বিপুল পরিমাণ মাদক সহ আটক এক

বিপুল পরিমাণ মাদক সহ আটক এক

নিজস্ব প্রতিনিধি ॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) মাধবপুর থানা এলাকা থেকে এসব মাদক জব্দ করে র‌্যাব। আটত ব্যক্তির নাম মিজান (৩৭)। তিনি মাধবপুর থানার তেলিয়াপাড়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। র‌্যাব-৯ সূত্রে জানা যায়, শনিবার বিকালে হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ জব্দ করা হয়। এ সময় মিজান (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিউর রহমান সোহেল জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর মাধ্যমে ব্যক্তি ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com