বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার প্রবীণ আলেম শায়েখ আব্দুল ওয়াহিদ প্রকাশিত বড় হুজুর ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। গতকাল সোমবার সকাল ১০ টার দিকে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি- নাতনি ও আত্মীয় স্বজনসহ অসংখ্য ছাত্র এবং ভক্তবৃন্দ রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগছিলেন। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে মিরপুর আলিফ সোবহান চৌধুরী ডিগ্রি কলেজ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের আগ মূহুর্তে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন আলেম ওলামা, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ। জানাজায় ইমামতি করেন মরহুমের ছেলে মাওলানা জুনাইদ আহমদ। কয়েক হাজার মুসল্লীর অংশ গ্রহণে জানাজা শেষে নিজের প্রতিষ্ঠিত দ্বীনি মারকাজ জামেয়া মাদানিয়া মাদ্রাসার পাশে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়।
Leave a Reply