মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গাঁজাসহ মাদকসম্রাট কুদ্দুস মিয়া (৪৫) কে দুই সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মাধবপুর পৌরসভার গুদামপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি কালো রংয়ের প্রাইভেট কারের ভেতর থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক সম্রাট কুদ্দুস মিয়া এবং তার দুই সহযোগী হৃদয় মিয়া (২৪) ও ইমরান মিয়া (২০) কে গ্রেফতার করেন। ধৃত কুদ্দুস মিয়া মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা (গোয়াসনগর) গ্রামের মৃত রজব আলী(মেম্বার) এর পুত্র, হৃদয় মিয়া হবিগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের মোহনপুর এলাকার মুছাব্বির মিয়ার পুত্র ও ইমরান মিয়া হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের আব্দুল লতিফ এর পুত্র। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, কুদ্দুস মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় তিনটি, চুনারুঘাট থানায় দুইটি, বাহুবল থানায় একটি, জামালপুর জেলার সরিষাবাড়ি থানায় একটি, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় একটি মামলা রয়েছে।
Leave a Reply