মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৫:০১ অপরাহ্ন

বাহুবলে রাতের আঁধারে কৃষকের সব্জিক্ষেত কর্তন

বাহুবলে রাতের আঁধারে কৃষকের সব্জিক্ষেত কর্তন

oplus_0

স্টাফ রিপোর্টারঃ বাহুবলে রাতের আঁধারে কৃষকের সব্জিক্ষেত কর্তন করা হয়েছে,  এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী কৃষকের। ঘটনাটি ঘটেছে উপজেলার স্নানঘাট ইউনিয়নের স্বস্থিপুর গ্রামে। জানা যায়, গত শনিবার ফজর নামাজের আগে স্বস্থিপুর গ্রামের তাজুল ইসলাম ( আতর আলী)  এর পুত্র  মোক্তার হোসেন ও আলী হোসেন এর মিষ্টি লাউ, আলু ও মরিছের ২ টি জমির নতুন গজিয়ে ওঠা ছাড়াগুলো ওই গ্রামের দুবাই প্রবাসি আব্দুল আহাদ এর স্ত্রী, তার ছোট ভাই জুয়েল মিয়াসহ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র হাতে নিয়ে কেটে ফেলে চলে যাবার সময় ফজরের নামাজ পড়তে মসজিদে যাবার পথে দেখে ফেলেন মোক্তার হোসেন।  এ সময় তিনি শোর চিৎকার করলে দ্রুত চলে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় মুক্তার হোসেন বাদী হয়ে ওই গ্রামের আব্দুল আহাদ এর স্ত্রী জেসমিন আক্তার,  জুয়েল মিয়াসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে বাহুবল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ এর প্রেক্ষিতে  এএসআই মোঃ আব্দুল বারেকসহ বাহুবল মডেল থানা পুলিশ সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে স্নানঘাট ইউপি চেয়ারম্যান তফাজ্জুল হক রাহিন বলেন, ঘটনাটি আমাকে অবগত করা হয়েছে।  আমার জানামতে এ দুটি পরিবারে পারিবারিক দ্বন্দ্ব আজ দীর্ঘদিন যাবৎ, যেটা অনেক চেষ্টা করেও শেষ করতে পারিনাই, আমরা বার বারই ব্যার্থ হয়েছি, এসব কারনেই ঘটনাটি ঘটতে পারে, তবে যে ঘটনাটি ঘটেছে এটা খুবই দুঃখজনক একটি ঘটনা বলে তিনি মনে করেন। সরজমিন ঘটনাস্থলে গেলে ওই গ্রামের মুরুব্বি মোঃ আলী আমজদ, আল আমীন, আব্দুল কাইয়ূম, আব্দুল কাদির সহ  উপস্থিত গ্রামবাসি জানান,  ওই মহিলাটি অতিথিও বিভিন্ন মামলা মোকদ্দমা করে গ্রামের অনেক মানুষকে হয়রানি করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com