স্টাফ রিপোর্টার ॥ জমকালো আয়োজনে মধ্যদিয়ে মাধবপুর রিপোর্টার্স ইউনিটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সংগঠনটি সাফল্যের ৯ম তম বছর পেরিয়ে ১০ম তম বছর পাঁ রেখেছেন।
গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩ টার সময় মাধবপুর পৌর শহরের স্বনামধন্য কুটুমবাড়ি হোটেল কনফারেন্স হল রুমে জমকালো আয়োজন ও কেক কাটার মধ্য দিয়ে ‘মাধবপুর রিপোর্টার্স ইউনিটি’ এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
নানা রঙ্গের আলোকসজ্জায় সজ্জিত ছিল কুটুমবাড়ি হোটেল কনফারেন্স হল রুম। এক ঝাঁক তরুণ মেধাবী সাংবাদিকদের নিয়ে গড়ে উঠা মাধবপুর রিপোর্টার্স ইউনিটির ব্যানারটি নানা রঙ্গের বেলুন ও ঝলমল আলোয় আলোকিত ছিল।
আনন্দঘন উৎসব মূখক পরিবেশে মাধবপুর রিপোর্টার্স ইউনিটির নবম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতিসহ সদস্যবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার সংবাদ কর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
Leave a Reply