স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা, খ্যাতিমান শিক্ষক ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবীন্দ্র চন্দ্র দাসের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একোদ্দিষ্ঠ শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে তার নিজ বাড়িতে বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনায় পরলৌকিক ক্রিয়াদি তথা একোদ্দিষ্ঠ শ্রাদ্ধ করেন তার পুত্র রত্নদীপ দাস (রাজু) ও রত্নেশ্বর দাস (রামু)। একোদ্দিষ্ঠ শ্রাদ্ধে পৌরহিত্য করেন শ্রী অরবিন্দু ভট্টাচার্য। উল্লেখ্য, ২০১৭ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭১-এ বিজয় অর্জনকারী বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস। উপজেলার মুক্তাহার গ্রামে তার নামানুসারে ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ ও স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়।
Leave a Reply