নিজস্ব প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টায় মাধবপুর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজের সভাপতি হৃদয় এস এম শাহ্ আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ফকির কায়সার আহমেদ। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার সভাপতি আক্তার হোসেন মনির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ কবির, হাজী আবুল বাশার, সৈয়দ মিয়া, আব্দুল মালেক, মহন মিয়া, শফিকুল আলম, হান্নান, আয়ুব আলীসহ প্রমুখ।
ফকির কায়সার আহমেদ জানান, পার্টির চেয়ারম্যান এর হাতকে শক্তিশালী করতে আমরা তূর্ণমূল থেকে কাজ করে যাবো নিঃস্বার্থভাবে। দুপুরে আনন্দ র্যালি শেষে কেক কাটা ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান সফলভাবে পালিত হয়। দলীয় অঙ্গ সংগঠনের উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।
Leave a Reply