রবিবার, ১৮ মে ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা বিজয় রায়ের পরলোক গমন ॥ রাষ্টীয় মর্যাদায় শেষকৃত্য

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা বিজয় রায়ের পরলোক গমন ॥ রাষ্টীয় মর্যাদায় শেষকৃত্য

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা বিজয় ভূষন রায় (৮৫) পরলোক গমন করেছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সম্মুখে সমরের বীর সেনানী বিজয় ভূষন রায় বিজয়ের মাসের শেষদিনে ৩১ ডিসেম্বর মঙ্গলবার বেলা ২টা ৩০ মিনিটে নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুর খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, চৌধুরী ফয়সাল শোয়েবসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে এক নজর দেখার জন্য বাড়ীতে ছুটে যান।
ওইদিন দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাশ অনুপের নেতৃত্বে উপজেলা প্রশাসনের চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করে জাতির এ শ্রেষ্ঠ সন্তানের প্রতি সম্মান জানান। পরে মঙ্গলবার সন্ধ্যায় আদিত্যপুর গ্রামে পারিবারিক শ্মশানঘাটে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। বীর মুক্তিযোদ্ধা বিজয় ভূষন রায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়, সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলমহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ শোক জ্ঞাপন করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com