নিজস্ব প্রতিনিধি ॥ সিলেটের এয়ারপোর্ট থানা এলাকা থেকে ৪৮ বোতল বিদেশী মদসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। গত বুধবার (১ জনুয়ারি) দিবাগত রাতে এয়ারপোর্ট থানাধীন বড়শালা মডেল বাইপাস এলাকা থেকে এসব মাদক জব্দ করে এয়ারপোর্ট থানা পুলিশ। আটক ব্যক্তির নাম সাগর আহমদ (৩০)। তিনি মাধবপুর উপজেলার মৃত সফু মিয়ার পুত্র। বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে এয়ারপোর্ট থানার মামলা দায়েরের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply