স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে মালিকবিহীন ৫০ কেজি ভারতীয় গাঁজার চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৫৫ বিজিবি, হবিগঞ্জ ব্যাটালিয়ন থেকে গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়া হয়। আটক করা এসব ভারতীয় গাঁজার সিজার মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা বলে এতে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, তাদের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা আগেরদিন বুধবার রাত ৩টায় সীমান্তের ভান্ডুরিয়া এলাকায় অভিযান চালায়। তারা সেখান থেকে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ৬টি পলিথিনের বস্তায় মোড়ানো ৫০ কেজি গাঁজা জব্দ করেছে। এ ব্যাপারে ৫৫ বিজিবির অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন জানান, আটক করা গাঁজার চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হবে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা রুজু হবে।
Leave a Reply