স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সিটি ব্যাংক কর্মকর্তাকে ফিল্মি স্টাইলে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ৭২ ঘণ্টা পর সাড়াশি অভিযান চালিয়ে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে বাকুবল উপজেলার মিরপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এর আগে গত ১ জানুয়ারি হবিগঞ্জ ব্যাংক থেকে ফেরার পথে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা।
গোয়েন্দা পুলিশ জানায়, হবিগঞ্জের সিটি ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার চৌধুরী রাজিব ব্যাংক থেকে বেরিয়ে চুনারুঘাট যাওয়ার পথে অপহরণকারী চক্র তার নাকে চেতনানাশক দিয়ে সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিারপদ স্থানে নিয়ে যায়। সেখান থেকে একটি হাইএইস মাইক্রো করে ঢাকায় নিয়ে যায়। পরে তার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। এক পর্যায়ে প্রাণে হত্যার ভয় দেখালে অপহৃত কর্মকর্তা ঢাকার জনপথ-কল্যাণপুর এলাকার একটি বুথ থেকে ৩ লাখ উঠিয়ে দেন।
পরে তার একাউন্টে আর টাকা না থাকায় পরিবারের কাছে বাকি টাকা দাবি করে তারা। এক পর্যায়ে গতকাল শুক্রবার ভোরে বাকি টাকা নিয়ে তাকে ফেরত দিতে ঢাকা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুর এলাকায় আসে অপহরণকারী চক্র।
এদিকে পরিবারের পক্ষ থেকে হবিগঞ্জ সদর থানায় দায়ের করা সাধারণ ডায়েরীর সূত্র ধরে সাড়াশি অভিযানে নামে ডিবি পুলিশ। ডিবির একাধিক টিম তাদের ধরতে ঢাকা, ভৈরব ও হাইওয়ে রোডে ওৎ পেতে থাকে।
গতকাল শুক্রবার ভোরে অপহরণকারীরা মাইক্রো করে আসার সময় ডিবির অবস্থান জানাজানি হলে তারা অপহরণকারীকে অন্য গাড়িতে সরিয়ে নেয়। এক পর্যায়ে বিকল্প রাস্তায় তারা বাহুবলের মিরপুর এলাকায় পৌঁছে। এ সময় সামনে পিছে ডিবির অবস্থান টের পেয়ে অপহরণকারী ব্যাংক কর্মকর্তাকে মিরপুরে একটি টং দোকানের সামনে রেখে পালিয়ে যায়। পরে ডিবি পুলিশ তাকে উদ্ধার করে হবিগঞ্জ গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসে।
হবিগঞ্জ জেলা গোয়েন্দা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কান্তি ধর জানান, অপহৃত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার চৌধুরী রাজিব শহরের ইনাতাবাদ এলাকার আরজু মিয়ার ছেলে। তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপহরণকারীদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
Leave a Reply