মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পূব ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার গোপালপুর গ্রামে এ সংঘর্ষে ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন সুমন (২২), ফিরোজ মিয়া (৯৫), আশরাফুল (১৬), মাহিন, খসরু, মাহমুদা, আলফু, মেমরাজ, আরিফ, আফিয়া, আরাফাত, শরীফ, সাইফুল, সজীব, রাসেল মিয়া, কাদির, নাছির, জলিল, মাসুক, আবু সালেক, গফুর। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গোপালপুর গ্রামের ফিরোজ সরদার ও আব্দুল কাদিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ক্রিকেট খেলায় দুইপক্ষের সমর্থকরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিত লোকজন আহত হন। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে পুলিশ। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি।
Leave a Reply