চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের সমৃদ্ধ একটি পরিবার মানিক হাজীর। তার ৮ পুত্র সন্তানের ৬ জনই প্রবাসে। ইউরোপ প্রবাসে রয়েছেন তার এক নাতিও। অর্থনৈতিকভাবে খুবই সচ্ছল একটি পরিবার। ৮ পুত্র সন্তানের সকলেরই রয়েছে অট্টালিকা বাড়ি। জমিজিরাতও রয়েছে তাদের সকলেরই। সকল ভাইদের বাড়িতে যাতায়াত ও বাড়ি ঘরের সৌন্দর্য রক্ষায় প্রয়োজন পড়ে একটি সুন্দর রাস্তার। সরকারি সড়ক থেকে নিজের পুরাতন বাড়ি পর্যন্ত একটি পাকা ১২ ফুট রাস্তা নির্মাণের উদ্যোগ নেন ৮০ বছর বয়সী মানিক হাজী। পিছ ঢালাই করে একটি রাস্তা নির্মাণ কাজ এগিয়ে নেন তিনি। এ রাস্তার পাশের জমি ও গাছপালা নিয়ে বিরোধ তৈরি হয় মানিক হাজীর প্রবাসী পুত্র বিল্লাল ও বাড়িতে থাকা পুত্র ফয়সালের মধ্যে। এর জের ধরে প্রবাসী বিল্লাল, ছায়েদ ও শাহীন এর স্ত্রী ফয়সলের বিরুদ্ধে থানায় জিডি এন্ট্রি করেন। একাধিক গণমাধ্যমে তা প্রকাশ হয়। বিল্লাল তার ফেইসবুক আইডি থেকে ফয়সলকে বিভিন্ন বিষয়ে দায়ী করে বেশ কয়েকটি স্ট্যাটাস দেন। এ নিয়ে পুরো পরিবার জুড়ে মনোমালিন্য দেখা দেয়। ৮ ভাইয়ের মধ্যে ২টি ভাগের সৃষ্টি হয়। বিষয়টি এলাকার মুরুব্বীয়ানদের কাছে গেলে তারা সালিশে নিষ্পত্তির প্রস্তাব দেন। উভয়পক্ষ তাতে সম্মত হন। গতকাল বুধবার বিকেলে উপজেলার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মানিক হাজীর উঠানে এক সালিশ বৈঠক বসে। উক্ত বৈঠকে উভয়পক্ষের বক্তব্য শুনেন মুরুব্বীয়ানরা। তারা উভয়পক্ষকে বুঝিয়ে তাদেরকে সকল বিভেদ ভুলে পরস্পরকে মিলেমিশে চলার পরামর্শ দেন। ভবিষ্যতে সকল ভাইদের মতামত সাপেক্ষ সিদ্ধান্ত গ্রহণেরও পরামর্শ দেন। তারা সকলকে ভালো ভাবে মিলমিশ করে একে অপরের বিরুদ্ধে সকল অভিযোগ তুলে নেয়ার পরামর্শ দেন। উভয়পক্ষ তা মেনে নেন। নিরসন হয় মানিক হাজীর পরিবারে সৃষ্ট বিরোধ।
Leave a Reply