স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে বিরল প্রজাতির একটি অসুস্থ সোনালি ঈগল পাখি উদ্ধার করা হয়েছে। পরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে পাখিটি হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার (৮ জানুয়ারি) বিকেলে সাংবাদিক নূরুল হক কবির হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জিয়াউল হক রাজু, অনুরঞ্জন অধিকারীর কাছে ঈগলটি হস্তান্তর করেন। সাংবাদিক নূরুল হক কবির জানান, দুপুরে তার বাসার পাশে অসুস্থ অবস্থায় ঈগল পাখিটি পড়ে থাকতে দেখেন। পরে পাখিটি উদ্ধার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে খবর দেন। তারা এসে পাখিটি নিয়ে যায়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জের রেঞ্জ কর্মকর্তা সাবরিনা সাঈদা শিমু জানান, সোনালী ঈগল একটি বিরল পাখি। এটির আনুমানিক বয়স এক থেকে দেড় বছর হবে। প্রাথমিক পর্যায়ে এটিকে অসুস্থ মনে হচ্ছে। পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে পাখিটি সুস্থ করে অবমুক্ত করা হবে।
Leave a Reply