শনিবার, ১৭ মে ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কাকাইলছেও- রসুলপুর সড়ক বর্ষা মৌসুমে  চলাচলে চরম দুর্ভোগ মালয়েশিয়ায় আজমিরীগঞ্জের প্রবাসী মহিবুরের মৃত্যু শোকার্ত পরিবার সাবেক এমপি মজিদ খানের পুকুরপাড়ে বজ্রনিরোধক যন্ত্র শেখ হাসিনা ও মাহবুব আলীসহ ৫ জনের বিরোদ্ধে মামলার প্রস্তুতি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে পুলিশের ভুমিকা মাধবপুরে ৫২ মাদক কারবারি গ্রেফতার॥ মূলহোতারা এখনো ধরা ছোঁয়ার বাইরে মাধবপুরের আজহার কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ হবিগঞ্জে সরকারী কলেজ শিক্ষকদের মতবিনিময় সভা জেলা কমিটি গঠন মাদক, বাল্য বিবাহ ও ইন্টানেটে আসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ
নবীগঞ্জে দুই সহোদর আবুল ও সবুজ এখন কোটিপতি ॥ আলিশান বাড়ী নিয়ে জনমনে নানা প্রশ্ন

নবীগঞ্জে দুই সহোদর আবুল ও সবুজ এখন কোটিপতি ॥ আলিশান বাড়ী নিয়ে জনমনে নানা প্রশ্ন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সুন্দর একটি জীবনের আশায় জীবিকার তাগিদে অনেকেই স্বপ্নের দেশ ইউরোপ যেতে চান। আর এই সুযোগ কাজে লাগিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে যুবলীগ নেতা আবুল ও তার সহোদর সবুজ মিয়া নিরীহ মানুষদের টার্গেট করে ইউরোপ এর স্বপ্ন দেখিয়ে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। তাদের বিরুদ্ধে এ রকম এন্থার অভিযোগ রয়েছে। বৈধ উপায়ে নির্দিষ্ট কোনো ব্যবসাও নেই তাদের। তবে কোটি টাকার আলিশান বাড়ি নির্মাণ করার পর আবারো আলোচনায় এসেছে প্রতারক ও দালালচক্র। ৫ আগস্ট পটপরিবর্তনের পর যুবলীগ নেতা থেকে এখন তারা পরিচয় দেয় বিএনপি, যুবদল। তাদের এমন কর্মকান্ডে নবীগঞ্জ উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে বিরাজ করছে প্রচন্ড ক্ষোভের। যুবলীগের রাজনীতিতে থাকার কারণে ক্ষমতার দাপট দেখিয়ে ২০১৮ সালে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রামপুর গ্রামে গিয়ে একটি নিরীহ পরিবারের কাছে ডিবি পুলিশ পরিচয়ে আবুল এবং তার সহোদরা ২ লাখ টাকা চাঁদাবাজি করতে যায়। পরে এই ঘটনায় তৎকালীন সময়ে হবিগঞ্জ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা। এছাড়াও বিদেশে পাঠানোর কথা বলে বিভিন্ন এলাকার সহজ সরল মানুষদের কাছ থেকে জাল-ভিসা বিমানের টিকেট দিয়ে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় আবুল ও সবুজ।
এদিকে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ৪ যুবককে মালদ্বীপ পাঠানোর কথা বলে জাল ভিসা দেয় সবুজ। এ সময় তাদের প্রত্যেকের কাছ থেকে নেয়া হয় ১ লাখ ৬০ হাজার টাকা করে। পরে ওই এলাকার ভুক্তভোগী জিলডার হোসেন, খয়ের মিয়া, বুরহান মিয়াকে নিয়ে মানবপাচারকারী যুবলীগ নেতা সবুজ তাদের নিয়ে ইন্ডিয়া পাড়ি দেয়। সেখান থেকে যায় নেপাল। পরবর্তীতে মালদ্বীপে গেলে ইমোগ্রশন পুলিশ তাদের চেক করে জাল ভিসা হওয়ার কারণে আটক করে এয়ারপোর্ট থেকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তবে ফয়সল মিয়া ঢাকায় আটক হয়ে যান। অপরদিকে নবীগঞ্জ উপজেলার বিজনা নদী নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ পিতা জাহির আলী হত্যার অভিযোগ রয়েছে আবুল ও তার সহোদরদের বিরুদ্ধে। সবুজ মিয়া গংদের বিচারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক আইনগাঁও নামকস্থানে মানববন্ধনও করেন এলাকাবাসী। এলাকাবাসী জানান, যুবলীগ নেতা আবুল মিয়া এবং তার সহোদর সবুজ মিয়া গং বাঁশডর দেবপাড়া এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছেন। আওয়ামী লীগের ক্ষমতার দাপট দেখিয়ে নিরীহ মানুষদের হয়রানি করাসহ মামলাবাজি ছিল তাদের মূল কাজ। দেশের পটপরিবর্তন হলে এখন তারা বিএনপি, যুবদল পরিচয় দিয়ে আবারো বেপরোয়া হয়ে উঠেছে। তাদের মামলাবাজির ভয়ে প্রকাশ্য কেউ মুখ খুলতে চায় না। তারা মনে করছেন অদৃশ্য একটি অপশক্তি আবুল, সবুজের পেছনে রয়েছে। নবীগঞ্জ পৌর শহরের বরাক নগরে আবুল গংদের ৫ তলা ফাউন্ডেশন আলিশান বাড়ী নির্মাণ হওয়ার পর থেকে আবারো আলোচনায় দুই ভাই। খোঁজ নিয়ে জানা যায়, আবুল এবং সবুজ এলাকার নিরীহ ব্যক্তিদের কাছ থেকে প্রতারণা করে নিয়ে আসা টাকা দিয়ে বিত্তবৈভবের অধিকারী হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com