মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পৃথক দুটি অভিযানে দুই হাজার ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও বিদেশি ১০ বোতল মদসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি উপ-পরিদর্শক রতন চন্দ্র গোস্বামীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নে’র গোয়ালনগর গ্রামের সজল দাসের বসতঘরের ভিতরে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট দুই হাজার পিস, ১০ বোতল বিদেশী মদসহ সজল দাস ও তার স্ত্রী সুবর্ণা রানী দাস (৩৯) নামে মাদক কারবারিকে আটক করা হয়েছে।
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফোর্স অভিযান চালিয়ে আদাঐর ইউনিয়নে’র গোয়ালনগর গ্রামের কাছন আলীর ভাড়াকৃত গাড়ীর গ্যারেজে কালো রংয়ের পলি প্যাকেটে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ জান্নাত বেগমকে আটক করা হয়েছে। সে আদাঐর ইউনিয়ন গোয়ালনগর গ্রামের কাছন আলীর মেয়ে মোছাঃ জান্নাত বেগম (২২)।
Leave a Reply