স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ পৌরসভাধীন নৌ-টার্মিনালের অদূরে সরকারি খাস ভূমিতে হাল চাষের মাধ্যমে ক্ষেত রোপনের কাজে অংশ নেয় একই এলাকার নগর গ্রামের বাসিন্দা মোঃ সাত্তার মিয়া নামে এক বাক্তি। এদিকে খবর পেয়ে গতকাল শনিবার দুপুর অনুমান ১টায় ঘটনাস্থলে ছুঁটে আসেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিবির রঞ্জন তালুকদার। সরকারের মালিকাধীন জায়গায় ক্ষেত রোপন করতে নিষেধাজ্ঞা জারি করেন। জানা যায়, নৌ-টার্মিনালের অদূরে কালনী নদীর তীর এলাকায় জেগে উঠা চর দখলে নামে একাধিক গ্রুপ। এ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষের আশংকা সৃষ্টি হয়। খবর পেয়ে সাবেক সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম ও সদরের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আবু কালাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরকারের মালিকাধীন ভূমির সীমানা নির্ধারণ করেন। পরে উক্ত ভূমিতে লাল নিশানসহ সাইনবোর্ড স্থাপন করেন। সরকরি ভূমিতে কোন গ্রুপই যেন দখলে না যান সে জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়। এদিকে উক্ত নিষেধাজ্ঞা অমান্য করে একই সরকারি জায়গায় বেশকিছু দিন ধরে হালচাষ করছেন সাত্তার মিয়া। এরই ধারাবাহিকতায়, গতকাল শনিবার ভোর থেকে উল্লেখিত ভূমিতে শ্রমিক লাগিয়ে ক্ষেত রোপনের কাজ শুরু করে। এদিকে খবর পেয়ে দুপুর ১টায় ঘটনাস্থলে ছুঁটে যান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিবির রঞ্জন তালুকদার। অপরদিকে আশপাশের লোকজন জানায়, আজ রবিবার ভোর থেকে উক্ত নিষেধাজ্ঞা অমান্য করে আবারও ক্ষেত রোপনের উদ্যোগ নিয়েছে ওই ব্যক্তি।
Leave a Reply