স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার রিচি ইউনিয়নের কালনী গ্রামে সংঘর্ষে প্রবাসী নিহতের ঘটনার জের ধরে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট হয়েছে। গরু, বাছুর, হাঁস, মুরগীসহ আসবাবপত্র লুট করে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন। গ্রেফতার এড়াতে গ্রামটি পুরুষশূন্য হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে প্রবাসী কাজী দিপু মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। এদিকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল ওই গ্রামের গাজিউর রহমান (৩৪), সিজিল মিয়া (৩৫), সালা উদ্দিন (৩০), আমির উদ্দিন (৩২), হাবিবুর রহমান (৪৫) ও ইদু মিয়া (৫৫)।
জানা যায়, গত বুধবার দুপুরে দুবাই প্রবাসী সামছু মিয়ার নেতৃত্বে বেশ কিছু লোকজন সাস্তু মিয়ার লোকজনের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ২০ জন আহতসহ একজন নিহত হয়। এদিকে একজন মারা যাবার খবর শুনে প্রতিপক্ষের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এ সুযোগে সামছু মিয়ার লোকজন ভাংচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি আলমগীর কবির জানান, বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply