সোমবার, ১৪ Jul ২০২৫, ০৮:২০ অপরাহ্ন

মাধবপুর সীমান্তে ৫১ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি

মাধবপুর সীমান্তে ৫১ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার তুলসীপুর বাজার এলাকা থেকে ৫১ লাখ ১২ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৯৯০/এমপি থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তুলসীপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ভারতীয় উন্নতমানের কসমেটিক্স সামগ্রী ১২ হাজার ২২৮ পিস এবং থ্রি-ডি আইবল ক্যান্ডি ৯ হাজার ৩৭৫ পিস জব্দ করা হয়। এসব পণ্যের বাজার মূল্য প্রায় ৫১ লাখ ১২ হাজার ৭৫০ টাকা। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) লেফটেন্যান্ট কর্ণেল তানজিলুর রহমানের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত চোরাচালানী মালামাল হবিগঞ্জ কাস্টমস অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে। বিজিবি আরও জানায়, সীমান্ত দিয়ে যাতে কোনো ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে তারা সর্বদা সতর্ক রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় সরাইল ব্যাটালিয়ন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com