সোমবার, ১৯ মে ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন

চুনারুঘাট প্রেসক্লাবের নয়া কমিটি গঠন

চুনারুঘাট প্রেসক্লাবের নয়া কমিটি গঠন

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবের ইতিহাস ঐতিহ্য ধরে রেখেছেন চুনারুঘাটের কর্মরত সাংবাদিকগণ। গত ২৬ ডিসেম্বর-২৪ সালের অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সাবেক সভাপতি জামাল হোসেনের পদত্যাগের পর আহবায়ক কমিটি গঠন করা হয়। দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার আলমগীর মিয়াকে আহবায়ক করে ৫ সদস্যের কমিটি গঠিত হয়। আহ্বায়ক কমিটির সার্বিক সহযোগিতায় গতকাল শনিবার চুনারুঘাট প্রেসক্লাবের সম্মুখে কার্যকরী কমিটি ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আহবায়ক আলমগীর মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুনারুঘাট পৌর সভার সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, হবিগঞ্জ জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মোঃ আবদুল হাই, বিশিষ্ট সমাজসেবক এমএ মালেক জাপানী, উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ নূর আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম, জামাল হোসেন লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা শামসুল হক তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মোজাম্মেল হক, সদস্য সচিব লুৎফুর রহমান জালাল, যুগ্ন আহবায়ক সফিক মিয়া, উপজেলা অবসরপ্রাপ্ত সেনা কল্যান সমিতির সভাপতি নূরুল ইসলাম তোতা, বিএনপি যুবদল সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আহবায়ক আলমগীর মিয়ার আহবানে কমিটি ঘোষণা করেন মেয়র নাজিম উদ্দীন শামসু। সভাপতি হিসেবে অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী (দৈনিক তরফবার্তা), সিনিয়র সহ সভাপতি মহিদ আহমদ (আমাদের সময়), সহ সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু (রুপালী বাংলাদেশ), সাধারণ সম্পাদক মোঃ সাজিদুল ইসলাম (আমার দেশ), যুগ্ন সম্পাদক খন্দকার আলাউদ্দিন (খোলা কাগজ), সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান (নয়া দিগন্ত), কোষাধ্যক্ষ মোহাম্মদ সুমন মিয়া (দৈনিক ট্রাইবুনাল), দপ্তর ও পাঠাগার সম্পাদক তোফাজ্জল মিয়া (দৈনিক বিজয়ের প্রতিধ্বনি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহজাহান মিয়া (ঢাকা টাইমস), ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বল (মুক্ত খবর)। নির্বাহী সদস্য মোঃ আলমগীর মিয়া (দৈনিক যুগান্তর), আলহাজ্ব কামরুল ইসলাম (ইত্তেফাক), জামাল হোসেন লিটন (যায়যায়দিন), জুনায়েদ আহমেদ (ভোরের কাগজ), মোঃ জাহাঙ্গীর আলম (কালেরকন্ঠ), নূর উদ্দিন সুমন (সমকাল), শেখ হারুনুর রশিদ (দৈনিক সংগ্রাম) ও রায়হান আহমেদ (দৈনিক বাংলা) কে সদস্য করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com