মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের নিজ কালিকাপুর গ্রামের মেধাবী শিক্ষার্থী সাদিয়া আক্তার ঝুমা’র মেডিকেলে ভর্তি হওয়ার স্বপ্নপূরণে নগদ সম্মাননা প্রদান করে পুরস্কৃত করলো বুলন্দ মীর ফাউন্ডেশন।
গতকাল শনিবার (২৫ জানুয়ারি) মেধাবী শিক্ষার্থী সাদিয়া আক্তার ঝুমার হাতে নগদ সম্মাননা তুলে দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বুলন্দ মীর ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী সৈয়দ ফজলুর রহমান, প্রধান উপদেষ্টা সৈয়দ ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ জুয়েল ও মেধাবী শিক্ষার্থী সাদিয়া আক্তার ঝুমার মা প্রমূখ।
উল্লেখ্য, বাঘাসুরা ইউনিয়নের মধ্যে ওই শিক্ষার্থী প্রথম কোন এক সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে। ওই শিক্ষার্থী নিজ কালিকাপুর গ্রামের মোঃ আহম্মদ আলীর কন্যা।
Leave a Reply