চুনারুঘাট প্রতিনিধি ॥ পরিবারের সুখশান্তি আর উন্নত জীবণের আশায় স্ত্রী-সন্তান ও মা-বাবাকে ছেড়ে মাত্র ৪ মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়ে ছিলেন চুনারুঘাট উপজেলার মিরাশী গ্রামের মাসুক মিয়া। প্রবাসে চাকুরি করে পরিবার পরিজন নিয়ে ভালই কাটছিল তার জীবন। কিন্তু সড়ক দুর্ঘটনায় সবকিছু তছনছ করে দিল মাসুকের। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ২০ দিন পর সোমবার বিকেলে মাসুক মিয়া লাশ হয়ে ফিরলো বাড়িতে। লাশ বাড়িতে পৌঁছার পর স্ত্রী সন্তানসহ আত্মীয়-স্বজনের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠে। নিহত মাসুক উপজেলার মিরাশী ইউনিয়নের আমতলা গ্রামের জহুর আলীর ছেলে। নিহত মাসুকের স্ত্রী ও ৩ বছরের একমাত্র ছেলে রয়েছে।
গত ৭ জানুয়ারী সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মাসুক। মাসুনের মৃত্যুর পর সন্তানের লাশ দেখতে পাবেন কিনা এ নিয়ে দুঃচিন্তায় পড়েন অসহায় পিতা মাতা। অবশেষে মৃত্যুর ২০ দিন পর প্রবাসে তার সহকর্মী একই গ্রামের মাহমুদুর রহমান রুবেল সৌদির দূতাবাসের সহযোগিতায় লাশ নিয়ে দেশে আসেন। সোমবার ভোর রাতে লাশ পৌঁছায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে। সেখান থেকে অসহায় পরিবারটির পক্ষে অবসরপ্রাপ্ত সেনা সদস্য কামাল হোসেন লাশ গ্রহন করে বাড়ি নিয়ে আসেন। রাতেই তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
Leave a Reply