স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় টিটন মিয়া (২৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে চিকিৎসার জন্য হবিগঞ্জ থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত টিটন উপজেলার কাজিরগাঁও গ্রামের কদ্দুছ মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে চাকরি করতেন টিটন। রাতের ডিউটি শেষ করে গতকাল সকালে তিনি মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে অজ্ঞাত একটি গাড়ী তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। নূরপুর এলাকায় স্থানীয় লোকজন দুমড়ে-মুচড়ে যাওয়া একটি মোটরসাইকেল ও টিটনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পথে দুপুরের দিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, কোনো একটি গাড়ি টিটনের মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে চাপা দিয়ে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
Leave a Reply