স্টাফ রিপোর্টার ॥ পড়ালেখার পাশাপাশি সহপাঠক্রম বিষয়েও ছাত্রছাত্রীদের অংশ গ্রহন থাকতে হবে, একজন ভাল ছাত্র তখনই পরিপূর্ণ ছাত্র হিসেবে স্বীকৃতি পাবে, যখন তার মধ্যে সকল গুণাবলী বিদ্যমান থাকবে, পড়ালেখার জন্য যেমন ভাল মেধা প্রয়োজন, তেমনি মেধাকে সতেজ রাখতে প্রয়োজন খেলাধূলার, খেলাধূলার মাধ্যমে শরীর, মন দুটোই ভাল থাকে। তাই মেধাকে সঠিক ও সতেজ রাখতে হলে খেলাধূলার বিকল্প নেই। গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী একথাগুলো বলেন। বিদ্যালয় মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ কবির মিয়া, মখলিছ মিয়া, মোঃ মওদুদ মিয়া ও নুরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রব্বানী। পরে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলেদেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক দ্বীপক কুমার ঘোষ, আব্দুল হাই ও সোনিয়া ইকবাল শম্পা।
Leave a Reply