মাধবপুর প্রতিনিধি ॥ সাতছড়ি জাতীয় উদ্যানে তেলমাছড়া বিট কর্মকর্তার অফিসের পাশে একটি বিলুপ্তপ্রায় মায়া হরিণ পানিপানের দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। বুধবার উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম আবুলের মোবাইলে দৃশ্যটি ধরা পড়ে।
সম্প্রতি ওই উদ্যানে একটি বিরল প্রজাতির ভালুক দেখা মিলে। এবার প্রকাশ্যে আসল মায়া হরিণের পানিপানের দৃশ্য। এ বিষয়টিও বন্যপ্রাণী সচেতনদের মনে বেশ দাগ কেটেছে।
এ বিষয়ে উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি বলেন, আসলে সাতছড়ি উদ্যান জীববৈচিত্র্যে ভরপুর। সম্প্রতি ভালুকের উপস্থিতি যেমন চাঞ্চল্য সৃষ্টি করেছে তেমনি এবার আমাদের মোবাইলে মায়া হরিণের পানিপানের দৃশ্যটিও বন্যপ্রাণী সংরক্ষণে নতুন আশাবাদ সৃষ্টি করেছে। আমরা সব সময় বন্যপ্রাণী সুরক্ষায় কাজ করে যাচ্ছি।
স্থানীয় তেলমাছড়া বিটের বিট কর্মকর্তা মেহেদী হাসান জানান, ছবিটি আমার অফিসের সামনে থেকে তোলা। মায়া হরিণ তথা বন্যপ্রাণী সুরক্ষায় আমরা সর্বক্ষণ নিবেদিত রয়েছি। সাতছড়িতে প্রচুর মায়া হরিণ রয়েছে। কিন্তু সেখানে এদের পানির সংকট লক্ষ্য করা যায়। এ বিষয়টিতে কর্তৃপক্ষের নজর দেয়া প্রয়োজন।
Leave a Reply