স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পৌর এলাকায় ৮ ঘণ্টার ব্যবধানে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল রোববার বিকাল ৩টায় স্থানীয় দক্ষিণা চরণ পাইলট হাইস্কুল মাঠে চাচা ভাতিজার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শনিবার রাত ৮টায় উপজেলা মিরাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, প্রবীণ সাংবাদিক ও পৌর বিএনপির সভাপতি আলহাজ হোসাইন আলী রাজন (৬০) সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি পৌর এলাকার পাকুড়িয়া গ্রামের বাসিন্দা। এদিকে তার মৃত্যুর মাত্র ৮ ঘণ্টা পর ভোর ৪ ঘটিকার সময় তার ভাতিজা মৃত আব্দুল বারিকের ছেলে ছাবু মিয়া (৬৮) নিজ বাড়িতে মারা যান। একই বাড়িতে চাচা ভাতিজার মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সকাল থেকেই প্রয়াতদের বাড়িতে মানুষের ঢল নামে। বিকাল ৩ ঘটিকায় স্থানীয় দক্ষিণা চরণ পাইলট হাইস্কুল মাঠে চাচা-ভাতিজার একসঙ্গে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Leave a Reply