বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং নিয়ে অনেক গৌরবময় ইতিহাস রয়েছে। সেই গৌরব বিলীন করতে ৫ আগস্ট এই বানিয়াচংয়ের মাটিতে ফ্যাসিবাদরা যে রক্তের হুলি খেলা খেলেছে তা আমরা কখনো ভুলব না। প্রকৃত অপরাধীদের দ্রুত খুঁজে বের করে আইনের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হবে। সেই সাথে অপরাধীদের চিহ্নিত করতে সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আপনারা সবাই মিলে সহযোগিতা করলে অবশ্যই এটা সম্ভব। বানিয়াচংয়ের সাংবাদিকদের মধ্যে যে কোন্দল রয়েছে তা সুশীল সমাজকে সাথে নিয়ে সমাধান করার চেষ্টা করবো। একাধিক ক্লাব বানিয়াচংয়ের মতো জায়গায় শোভা পায় না। যদি আপনাদের এক প্লাটফর্মে নিয়ে আসতে পারি, তাহলে আমি ব্যক্তিগতভাবে আপনাদের প্রেসক্লাব নির্মাণের জন্য জায়গা প্রদান করবো। তাছাড়া আমাদের সরকার গঠন করলে সরকারিভাবেও বিভিন্ন সহযোগিতার চেষ্টা করবো।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় সাংবাদিকদের আমন্ত্রণে শহীদ মিনার সংলগ্ন বানিয়াচং প্রেসক্লাব পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। এর পূর্বে তিনি ১ নম্বর ইউনিয়ন পরিষদে নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন। প্রেসক্লাব সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাহিদুর রহমানের সঞ্চালনায় অতিথিকে প্রেসক্লাবে ফুলের তোড়া দিয়ে বরণ করেন সাংবাদিকগণ।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, সাবেক বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বশির আহমেদ, হবিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়া, বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন, যুবদল নেতা সালাউদ্দিন ফয়সল, ইলিয়াস আলী, ছাত্রনেতা মোবাশ্বির আহমেদ মজনু, শিশিরসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোতাব্বির হোসেন, সাংবাদিক আনোয়ার হোসেন, ফজলে এলাহী যাদু, আতাউর মিলন, মোবাশ্বির আহমদ, এসকে রাজ, সাব্বির হোসেন সোহাগ, আল আমিন খান প্রমূখ।
Leave a Reply