স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার লাখাই ও চুনারুঘাট উপজেলায় ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ নিয়ে তীব্র অসন্তোষ ও বিতর্ক সৃষ্টি হয়েছে। একই পরিবারের দুই ভাই অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ পেয়েছেন। অভিযোগ উঠেছে, এই নিয়োগ প্রক্রিয়ায় চরম অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে, যা চাকরিপ্রত্যাশী তরুণদের মধ্যে হতাশার সৃষ্টি করেছে।
বিশেষত, প্রসেনজিৎ কুমার রায় চৌধুরী (পিতা: প্রণয় রায়), গ্রাম: বড়াইল ওয়ার্ড নং: ২, পোস্ট: চুনারুঘাট, এবং তার ভাই প্রবাল রায় চৌধুরী (পিতা: প্রণয় রায়) যথাক্রমে লাখাই ও চুনারুঘাট উপজেলায় ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ প্রাপ্ত হয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, এই নিয়োগের পেছনে বড় অঙ্কের ঘুষ লেনদেন ও প্রভাবশালী মহলের হস্তক্ষেপ রয়েছে।
স্থানীয়রা আরও অভিযোগ করেন যে, প্রসেনজিৎ কুমার রায় চৌধুরী নিয়োগের সময় নির্ধারিত সর্বোচ্চ বয়সসীমা (৩০ বছর) অতিক্রম করলেও তাকে নিয়োগ দেয়া হয়েছে, যা সরকারি নিয়োগ বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। অন্যদিকে, তার ভাই প্রবাল রায় চৌধুরীও একইভাবে অনিয়মের মাধ্যমে চাকরি পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসী ও চাকরি প্রত্যাশীরা এই অনিয়মের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর হস্তক্ষেপ কামনা করেছেন এবং পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। আব্দুল মান্নান নামের এক ব্যক্তি মহাপরিচালক দুর্নীতি দমন কমিশন বরাবরে লিখিত অভিযোগ প্রদান করেছেন।
Leave a Reply